পরিচ্ছদঃ ৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৫৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৫৯
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالْأَحَدَ وَالِاثْنَيْنِ وَمِنَ الشَّهْرِ الْاٰخَرِ الثُّلَاثَاءَ وَالْأَرْبِعَاءَ وَالْخَمِيْسَ. رَوَاهُ التِّرْمِذِىُّ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে শনি, রবি, সোমবার, আবার কোন মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিন সওম রাখতেন। (তিরমিযী)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৭৪৬, শামায়িল ২৬০, সহীহ আল জামি‘ ৪৯৭১। কারণ এর সানাদে খায়সামাহ্ ইবনু ‘আবদুর রহমান ‘আয়িশাহ্ (রাঃ) হতে শুনেননি । অতএব সানাদটি মুনক্বতি‘।