পরিচ্ছদঃ ৬.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৫০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৫০
وَعَنْ نُبَيْشَةَ الْهُذَلِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَّشُرْبٍ وَذِكْرِ اللهِ». رَوَاهُ مُسْلِمٌ
নুবায়শাহ্ আল হুযালী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘আইয়্যামুত তাশরীক’ হলো খানাপিনার ও পান করার এবং আল্লাহর জিকির করার দিন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৪১, আবূ দাঊদ ২৮১৩, নাসায়ী ৪২৩০, আহমাদ ২০৭২২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪১৬৮, ইরওয়া ৯৬৩।