পরিচ্ছদঃ ২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৯২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৯২
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَنْ فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا فَلَه مِثْلُ أَجْرِه». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ وَمُحْيِىُّ السُّنَّةِ فِىْ شَرْحِ السُّنَّةِ وَقَالَ صَحِيْحٌ
যায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সায়িমকে ইফতার করাবে অথবা কোন গাযীর আসবাবপত্র ঠিক করে দেবে সে তাদের (সায়িম ও গাযীর) সমপরিমাণ সাওয়াব পাবে। (বায়হাক্বী- শু‘আবূল ঈমান-এ আর মুহয়্যিইউস্ সুন্নাহ্- শারহে সুন্নাহ্’য় এ হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদীসটি সহীহ)[১]
[১] সহীহ : তিরমিযী ৮০৭, ইবনু মাজাহ ১৭৪৬, ইবনু আবী শায়বাহ্ ১৯৫৫৫, দারিমী ১৭৪৪, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫২১৭, শু‘আবূল ঈমান ৩৬৬৭, ইবনু হিববান ৩৪২৯, সহীহ আত্ তারগীব ১০৭৪, সহীহ আল জামি‘ ৬৪১৪।