পরিচ্ছদঃ ৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৬
وَعَنِ ابْنِ عُمُرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اِنَّ اَحَادِيْثَنَا يَنْسًخُ بَعْضُهَا بَعْضًا كَنَسْخِ الْقُرْانِ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার কোন হাদীস অপর হাদীসকে রহিত করে; যেমন কুরআনের কোন অংশ অপর অংশকে রহিত করে। [১]
[১] মাওযূ‘ : দারাকুত্বনী ৪/১৪৫। ইবনু হিব্বান বলেন, এর মধ্যে মুহাম্মাদ বিন ‘আবদুর রহমান বিলমানী এমন এক রাবী, যে তার পিতা থেকে প্রায় ২০০ হাদীসের একটি নুসখা (কপি) বর্ণনা করেছে। এর সব ক’টি হাদীসই মাওযূ‘ জাল।