পরিচ্ছদঃ ৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৫২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৫২
وَعَنْ سَعْدٍ قَالَ: لَمَّا بَايَعَ رَسُولَ اللّهِ ﷺ النِّسَاءُ قَامَتِ امْرَأَةٌ جَلِيْلَةٌ كَأَنَّهَا مِنْ نِسَاءِ مُضَرَ فَقَالَتْ: يَا نَبِيَّ اللّهِ إِنَّا كُلٌّ عَلى ابَائِنَا وَأَبْنَائِنَا وَأَزْوَاجِنَا فَمَا يَحِلُّ لَنَا مِنْ أَمْوَالِهِمْ؟ قَالَ: «اَلرُّطَبُ تَأْكُلْنَه وَتُهْدِيْنُه» . رَوَاهُ أَبُو دَاوُدَ
সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মহিলাদের কাছ থেকে বায়‘আত গ্রহণ করার সময় একজন মর্যাদাবতী মহিলা উঠে দাঁড়াল। তাকে ‘মুযার গোত্রের’ মহিলা মনে হচ্ছিল। সে বলল, হে আল্লাহর নাবী! আমাদের সকলে পিতা, সন্তান ও স্বামীর উপর নির্ভরশীল। তাদের ধন-সম্পদ হতে খরচ করা কী আমাদের জন্য হালাল? তিনি বললেন, পচনশীল মাল খাও এবং তুহফা দাও। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬৮৬, ইবনু আবী শায়বাহ্ ৭৮৫১, শারহুস্ সুন্নাহ্ ১৬৯৭। কারণ এর সানাদটি মুনক্বতি‘, যিয়াদ ইবনু যুবায়র সা‘দ ইবনু আবী ওয়াক্কাস (রাযিঃ)-এর সাক্ষাত পাননি।