পরিচ্ছদঃ ৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৪৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৪৪
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا يُسْأَلُ بِوَجْهِ اللّهِ إِلَّا الْجَنَّةُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর জাতের দোহাই দিয়ে জান্নাত ছাড়া অন্য কিছু চেয়ো না। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬৭১, রিয়াযুস সালিহীন ১৭৩১, য‘ঈফ আত্ তারগীব ৫০৬, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৬৩৫১।