পরিচ্ছদঃ ৩.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৩৪
وَفِىْ رِوَايَةٍ لِأَبِىْ دَاوُدَ عَنْ أَبِىْ سَعِيدٍ: أوابن السَّبِيل
আবূ দাঊদ-এর এক বর্ণনায় আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
অথবা ইবনুস্ সাবীল অর্থাৎ বিপদগ্রস্ত মুসাফির ধনীও।।[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬৩৭, ইবনু আবী শায়বাহ্ ১০৬৮১, আহমাদ ১১২৬৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩১৯৯, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৬২০০। কারণ এর সানাদে ইবনু ‘আত্বিয়্যাহ্ একজন দুর্বল রাবী যার হাদীস দ্বারা দলীল কায়েম হবে না।