পরিচ্ছদঃ ৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৫১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৫১
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ تُتْبَعَ جَنَازَةٌ مَعهَا رَانَةٌ. رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সে জানাযায় শারীক হতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন যে জানাযার সাথে মাতমকারী মহিলা থাকে। (আহ্মাদ ও ইবনু মাজাহ) [১]
[১] হাসান : ইবনু মাজাহ্ ১৫৮৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬৮১০।