পরিচ্ছদঃ ৬.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৯৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৯৮
وَعَنْ أَبِىْ مَرْثَدٍ الْغَنَوِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلَا تُصَلُّوا إِلَيْهَا» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ মারসাদ আল গানাবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে সলাত আদায় করবে না। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৭২।