পরিচ্ছদঃ ৬.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৯৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৯৫
وَعَنْ سُفْيَانَ التَّمَّارِ: أَنَّه رَأَى قَبْرَ النَّبِيِّ ﷺ مُسَنَّمًا. رَوَاهُ الْبُخَارِيُّ
সুফ্ইয়ান তাম্মার (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ক্ববরকে উটের পিঠের মত (মুসান্নাম) উঁচু দেখেছেন। (বুখারি) [১]
[১] সহীহ : বুখারী ১৩৯০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৬০।