পরিচ্ছদঃ ৫.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬০
وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلى جُحْرِهَا. مُتَّفَقٌ عَلَيْهِ وَسَنَذْكُرُ حَدِيْثَ أَبِيْ هُرَيْرَةَ ذَرُوْنِيْ مَا تَرَكْتُكُمْ فِىْ كِتَابِ الْمَنَاسِكِ وَحَدِيْثى مُعَاوِيَةَ وَجَابِرٍ لَا يَزَالُ مِنْ اُمَّتِى وَلَا يَزَالُ طَائِفَةٌ مِنْ اُمَّتِى فِىْ بَابِ ثَوَابِ هذِهِ الْاُمَّةِ اِنْ شَآءَ الله تَعَالى
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ইসলাম মাদীনার দিকে এভাবে ফিরে আসবে যেভাবে সাপ (পরিশেষে) তার গর্তে ফিরে আসে- (বুখারী ও মুসলিম)। [১] আবূ হুরায়রাহ্ (রাঃ) এর হাদীস “যারূনী মা-ত্বরাক্তুকুম” কিতাবুল মানাসিকে এবং মু’আবিয়াহ্ এবং জাবির (রাঃ) এর হাদীস দু’টি “লা- ইয়াযা-লু মিন উম্মাতী” এবং “লা- ইয়াযা-লু ত্ব-য়িফাতুম্ মিন উম্মাতী”। আমরা শীঘ্রই “সাওয়া-বি হা-যিহিল উম্মাতি” অধ্যায়ে বর্ণনা করব ইনশা-আল্লাহ্।
[১] সহীহ : মুসলিম ১৪৭।