পরিচ্ছদঃ ৫৩.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৫১৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৫১৪
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ «مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ ثُمَّ قَرَأَ: ﴿إِنَّ اللّهَ عِنْدَهٖ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ﴾» الْايَة. رَوَاهُ البُخَارِيُّ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার বললেন: গায়বের চাবি পাঁচটি। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন, "নিশ্চয়ই আল্লাহ, যার নিকট রয়েছে ক্বিয়ামাতের জ্ঞান। আর তিনিই পাঠান মেঘমালা-বৃষ্টিধারা"-(সূরাহ লুক্বমান ৩১ : ৩৪)। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৪৭৭৮, আহমাদ ৪৭৬৬।