পরিচ্ছদঃ ৫০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৮১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৮১
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: جَهَرَ النَّبِيِّ ﷺ فِي صَلَاةِ الخُسُوْفِ بِقِرَاءَتِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনই বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতে খুসূফে তাঁর ক্বিরাআত স্বরবে পরলেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১০৬৫, মুসলিম ৯০১, শারহুস্ সুন্নাহ্ ১১৪৬।