পরিচ্ছদঃ ৪৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৫৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৫৮
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُوْرُ عَنْ سَبْعَةٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَه
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : একটি উট সাতজনের পক্ষ হতে (ঠিক একইভাবে) একটি গরু সাতজনের পক্ষ থেকে (কুরবানী) করা বৈধ হবে। (মুসলিম, আবূ দাউদ; ভাষা আবু দাউদের) [১]
[১] সহীহ : মুসলিম ১৩১৮, আবূ দাঊদ ২৮০৮, আত্ তিরমিযী ৯০৪, নাসায়ী ৪৩৯৩, আহমাদ ১৪২৬৫, ইবনু খুযায়মাহ্ ২৯০, ইবনু হিব্বান ৪০০৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৯৫, সহীহ আল জামি‘ ২৮৮৯।