পরিচ্ছদঃ ৪৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৪৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৪৫
وَعَنْ عَطَاءٍ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا خَطَبَ يَعْتَمِدُ عَلى عَنَزَتِهِ اعْتِمَادًا. رَوَاهُ الشَّافِعِيُّ
‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুতবাহ্ প্রদান করার সময় নিজের লাঠির উপর ঠেস দিয়ে (খুতবাহ্) দিতেন। (শাফি’ঈ) [১]
[১] য‘ঈফ : মুসনাদ আশ্ শাফি‘ঈ ৪২২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৯৬৪, য‘ঈফ আল জামি‘ ৪৩৮৫। এর সানাদেও ইব্রাহীম বিন মুহাম্মাদ রয়েছেন যিনি একজন অত্যন্ত দুর্বল রাবী।