পরিচ্ছদঃ ৪৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৪১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৪১
وَعَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ النَّبِيَّ ﷺ كَبَّرَ فِي الْعِيدَيْنِ فِي الْأُولى سَبْعًا قَبْلَ الْقِرَاءَةِ وَفِي الْاخِرَةِ خَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
কাসীর তাঁর পিতা ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা ‘আম্র ইবনু ‘আওফ হতে বর্ণনা করেছেন যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ঈদের প্রথম রাক্’আতে ক্বিরাআতের পূর্বে সাতবার ও দ্বিতীয় রাক্’আতে ক্বিরাআতের পূর্বে পাঁচবার তাকবীর বলেছেন। (তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৫৩৬, ইবনু মাজাহ্ ১২৭৯।