পরিচ্ছদঃ ৪৫.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪০১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪০১
عَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيْلُ الشَّمْسُ. رَوَاهُ البُخَارِيُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্য ঢলে পড়লে জুমু‘আর সলাত আদায় করতেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৯০৪, আত্ তিরমিযী ৫০৩, আহমাদ ১৩৩৮৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৬৬৯, শারহুস্ সুন্নাহ্ ১০৬৬।