পরিচ্ছদঃ ৪১.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৪৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৪৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فَرَضَ اللّهُ الصَّلَاةَ عَلى لِسَانِ نَبِيِّكُمْ ﷺ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْف رَكْعَةٌ. رَوَاهُ مُسلم
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ তা’আলা তোমাদের নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জবানিতে মুক্বীম অবস্থায় চার রাক্’আত আর সফরকালে দু’রাক্’আত সলাত ফার্য করেছেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৬৮৭, নাসায়ী ১৫৩২, আহমাদ ২২৯৩, ইবনু খুযায়মাহ্ ৩০৪, ১৩৪৬, শারহুস্ সুন্নাহ্ ১০২১।