পরিচ্ছদঃ ৩৯.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩২৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩২৫
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا حَزَبَه أَمْرٌ صَلّى. رَوَاهُ أَبُو دَاوُدَ
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, কোন সম্পর্কে নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে চিন্তিত করে তুললে তিনি নাফল্ সলাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন। (আবূ দাঊদ) [১]
[১] হাসান : আবূ দাঊদ ১৩১৯, আহমাদ ২৩২৯৯, শু‘আবুল ঈমান ২৯১২, সহীহ আল জামি‘ ৪৭০৩।