পরিচ্ছদঃ ৩৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩০৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩০৭
وَرَوَاهُ أَحْمَدُ عَنْ عَبْدِ اللّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَفِىْ رِوَايَتِه: «إِلَّا اثْنَيْنِ مُشَاحِنٌ وَقَاتِلُ نَفْسٍ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস হতে বর্ণিতঃ
ইমাম আহমাদ (রহঃ) এ হাদীসটি ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস থেকে বর্ণনা করেছেন। তাঁদের এক বর্ণনায় এ বাক্যটি আছে যে, কিন্তু দু’ লোক : ‘হিংসা পোষণকারী ও আত্মহত্যাকারী ব্যতীত আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন)। [১]
[১] হাসান : আহমাদ ৬৬৪২, যদিও সানাদে বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু লিহ্ইয়া এবং হাই ইবনু ‘আবদুল্লাহ দুর্বল হওয়ায়-এর সানাদটি দুর্বল, কিন্তু এর শাহিদমূলক বর্ণনা থাকায় তা হাসানের স্তরে উন্নীত হয়েছে।