পরিচ্ছদঃ ৩৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৯৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৯৭
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا قَضى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِه فَلْيَجْعَلْ لِبَيْتِه نَصِيْبًا مِنْ صَلَاتِه فَإِنَّ اللّهَ جَاعِلٌ فِي بَيْتِه مِنْ صِلَاتِه خَيْرًا» . رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : তোমাদের কোন লোক যখন নিজের ফার্য সলাত মাসজিদে আদায় করে, সে যেন তার সলাতের কিছু অংশ বাড়ীতে আদায়ের জন্য জন্য রেখে দেয়। কেননা, আল্লাহ তা'আলা তার সলাতের দ্বারা ঘরের মাঝে কল্যাণ সৃষ্টি করে দেন।” (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭৮৭।