পরিচ্ছদঃ ৩৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৭৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৭৯
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَه فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ أَوْ إِذا اسْتَيْقَظَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ أَبُو دَاوُدَ وَابْن مَاجَهْ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক বিতরের সলাত আদায় না করে ঘমিয়ে পড়লো অথবা আদায় করতে ভুলে গেল সে যেন যখনই স্মরণ হয় বা ঘুম হতে সজাগ হয়ে আদায় করে নেয়। (তিরমিযী, আবূ দাঊদ, ইবনু মাজাহ ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৪৩১, আত্ তিরমিযী ৪৬৫, ইবনু মাজাহ্ ১১৮৮, আহমাদ ১১২৬৪।