পরিচ্ছদঃ ৩৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৭২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৭২
وَالدَّارِمِيُّ عَنِ ابْن عَبَّاس وَلَمْ يَذْكُرُوْا وَالْمَعَوِّذَتَيْنِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আর দারিমী ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে নকল করেছেন। কিন্তু ইমাম আহমাদ ও দারিমী নিজেদের বর্ণনায় “মু‘আব্বিযাতায়ন” উল্লেখ করেননি)। [১]
[১] দারিমী।