পরিচ্ছদঃ ৩৫.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৫৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৫৮
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «اجْعَلُوا اخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا» . رَوَاهُ مُسلم
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : তোমরা বিতরকে তোমাদের রাতের শেষ সলাত করো। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৯৮।