পরিচ্ছদঃ ৩৪.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৪৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৪৪
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَه وَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : তোমাদের কারো উচিত ততক্ষণ পর্যন্ত সলাত আদায় করা যতক্ষণ সে প্রফুল্ল বা সতেজ থাকে। ক্লান্ত হয়ে গেলে সে যেন বসে যায় (অর্থাৎ সলাত আদায় না করে)। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১৫০, মুসলিম ৭৮৪।