পরিচ্ছদঃ ৩৩.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২২৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২২৬
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ تَعْنِي رَسُولَ اللّهِ ﷺ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِىْ اخِرَه ثُمَّ إِنْ كَانَتْ لَه حَاجَةٌ إِلى أَهْلِه قَضى حَاجَتَه ثُمَّ يَنَامُ فَإِنْ كَانَ عِنْدَ النِّدَاءِ الْأَوَّلِ جُنُبًا وَثَبَ فَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ لِلصَّلَاةِ ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের প্রথমাংশে ঘুমাতেন, আর শেষাংশে জেগে থাকতেন। এরপর তিনি যদি তাঁর কোন স্ত্রীর নিকট যাওয়া দরকার মনে করতেন যেতেন। এরপর আবার ঘুমিয়ে যেতেন। তিনি যদি ফজরের (ফজরের) পূর্বে আযানের সময় অপবিত্র অবস্থায় থাকতেন, উঠে যেতেন। নিজের শরীরে পানি ঢেলে নিতেন। আর অপবিত্র অবস্থায় না থাকলে ফাজ্রের (ফজরের) সলাতের জন্যে উযূ (ওযু/ওজু/অজু) করতেন। (ফজরের) দু’ রাক্‘আত (সলাত) আদায় করে নিতেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১১৪৬, মুসলিম ৭৩৯, নাসায়ী ১৬৮০।