পরিচ্ছদঃ ৩১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৯২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৯২
وَعَنْ مَسْرُوقٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللّهِ ﷺ بِاللَّيْلِ. فَقَالَتْ: سَبْعٌ وَتَسْعٌ وَإِحْدى عَشَرَ رَكْعَةً سِوى رَكْعَتَي الْفَجْرِ. رَوَاهُ البُخَارِيّ
মাসরূক্ব থেকে বর্ণিত। হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর রাত্রের সলাতের ব্যাপারে প্রশ্ন করলাম। উত্তরে তিনি বললেন, ফাজ্রের সুন্নাত ব্যতীত কোন কোন সময় তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সাত রাক্’আত, কোন কোন সময় নয় রাক্’আত, কোন কোন সময় এগার রাক্’আত আদায় করতেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ১১৩৯।