পরিচ্ছদঃ ২৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪৬
وَعَنْ أبِيْ سَعِيْدٍ الْخُدْرِيّ قَالَ: جَاءَ رَجُلٌ وَقَدْ صَلّى رَسُولُ اللّهِ ﷺ فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلى هذَا فَيُصَلِّيَ مَعَه؟» فَقَامَ رَجُلٌ فَيُصَلِّىْ مَعَه. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন এক লোক মাসজিদে এমন সময় আসলেন, যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করে ফেলেছেন। তিনি (তাকে দেখে) বললেন, এমন কোন মানুষ কি নেই যে তাকে সাদক্বাহ্ দিবে তাঁর সঙ্গে সালাত আদায় করে। এ মুহূর্তে এক লোক দাঁড়ালেন এবং তার সঙ্গে সালাত আদায় করলেন। (তিরমিযী, আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৭৪, আহমাদ ১১৬১৩, দারিমী ১৪০৮, সহীহ আল জামি‘ ২৬৫২, মু‘জাম আস্ সগীর লিত্ব ত্ববারানী ৬০৬, ৬৬৫, ইবনু হিব্বান ২৩৯৭, ২৩৯৮, মুসতাদরাক লিল হাকিম ৭৫৮, সুনান আস্ সগীর লিল বায়হাক্বী ৫৫০, ইরওয়া ৫৩৫, আত্ তিরমিযী ২২০।