পরিচ্ছদঃ ২৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৩৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৩৬
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كُنَّا نُصَلِّىْ خَلْفَ النَّبِيِّ ﷺ فَإِذَا قَالَ: «سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَه» . لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَه حَتّى يَضَعَ النَّبِيُّ ﷺ جَبْهَتَه عَلَى الْأَرْضِ. (مُتَّفق عَلَيْهِ)
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পেছনে সলাত আদায় করতাম। বস্তুতঃ তিনি যখন ‘সামি‘আল্ল-হু লিমান হামিদাহ’ পাঠ করতেন, তখন যে পর্যন্ত তিনি সাজদার জন্য তাঁর কপাল মাটিতে না লাগাতেন, আমাদের কেউ নিজ পিঠ ঝুকাতেন না। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৮১১, মুসলিম ৪৭৪।