পরিচ্ছদঃ ২৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৩০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৩০
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلَاةِ وَأَنَا أُرِيْدُ إِطَالَتَهَا فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَأَتَجَوَّزُ فِي صَلَاتِىْ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمُّهِ مِنْ بِكَائِه» . رَوَاهُ البُخَارِيّ
আবূ ক্বাতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ আমি সলাত আরম্ভ করলে তা লম্বা করার ইচ্ছা করি। কিন্তু যখনই (পেছন থেকে) শিশুদের কান্নার শব্দ শুনি, তখন আমার সলাতকে আমি সংক্ষেপ করি। কারণ তার কান্নায় তার মায়ের মনের উদ্বিগ্নতা বেড়ে যাওয়ার আশংকায়। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৭১০।