পরিচ্ছদঃ ২৪.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৮৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৮৭
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلَاةِ» . إِلَّا أَنَّ عِنْدَ مُسْلِمٍ: مِنْ تَمَامِ الصَّلَاةِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
উক্ত রাবী [আনাস (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সলাতের কাতার ঠিক করে নাও। কারণ সলাতের কাতার সোজা করা সলাত ক্বায়িম করার অন্তর্ভুক্ত। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৭২৩, মুসলিম ৪৩৩।