পরিচ্ছদঃ ২৩.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৬০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৬০
وَعَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللّهِ ﷺ: إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيْبًا . رَوَاهُ مُسْلِمٌ
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ)-এর বিবি যায়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে ইরশাদ করেছেনঃ তোমাদের মধ্যে কোন নারী মাসজিদে গেলে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৪৪৩।