পরিচ্ছদঃ ২১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০২৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২৯
عَن عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: أَقْرَأَنِىْ رَسُولُ اللّهِ ﷺ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْانِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে কুরআনে ১৫টি সাজদাহ্ শিখিয়েছেন। এর মাঝে তিনটি সাজদাহ্ মুফাসসাল সূরায় এবং দু’ সাজদাহ্ সূরাহ্ আল হাজ্জ-এর মধ্যে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৪০১, ইবনু মাজাহ্ ১০৫৭, হাকিম ৮১১। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন মুনায়ন একজন মাজহূল বারী।