পরিচ্ছদঃ ২১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০২৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২৭
وَعَنِ ابْن عَبَّاسٍ قَالَ: سَجْدَةُ (ص) لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَسْجُدُ فِيهَا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সূরাহ্ সাদ-এর সাজদাহ্ বাধ্যতামূলক নয়। অবশ্য আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ সূরায় সাজদাহ্ করতে দেখেছি। [১]
[১] সহীহ : বুখারী ১০৬৯।