০/০.
ঈদাইন বা দু’ ঈদের সলাত
আল লু'লু ওয়াল মারজান : ৫০৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০৯
حديث ابْنِ عُمَرَ: قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ وَعُمَرَ، يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বকর এবং ‘উমার (রাঃ) উভয় ঈদের সলাত খুত্বাহর পূর্বে আদায় করতেন। (বুখারী পর্ব ১৩ : /৮ হাঃ ৯৬৩, মুসলিম হাঃ ,)