০/০.
ঈদাইন বা দু’ ঈদের সলাত
আল লু'লু ওয়াল মারজান : ৫০৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০৮
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ، إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ، وَإِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ
রাবী হতে বর্ণিতঃ
আমাকে ‘আতা (রহ.) বলেছেন যে, ইব্নু যুবায়র (রাঃ) এর বায়‘আত গ্রহণের প্রথম দিকে ইব্নু ‘আব্বাস (রাঃ) এ বলে লোক পাঠালেন যে, ঈদুল ফিত্রের সলাতে আযান দেয়া হতো না। এবং খুত্বাহ দেয়া হতো সলাতের পরে। (বুখারী পর্ব ১৩ : /৭ হাঃ ৯৫৯, মুসলিম হাঃ ,)