৭/১০.
সলাতের পূর্বে দু’ খুতবাহ্র বর্ণনা এবং এ দুয়ের মাঝে বসা।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯৯
حديث ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ
‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুত্বাহ দিতেন। অতঃপর বসতেন এবং পুনরায় দাঁড়াতেন। যেমন তোমরা এখন করে থাক। (বুখারী পর্ব ১১: /২৭ হাঃ ৯২০, মুসলিম ৭/১০, হাঃ ৮৬১)