৪/৪৭.
সলাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান : ২৮০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৮০
حديث أَبِي جُحَيْفَةَ، أَنَّهُ رَأَى بِلاَلاً يُؤَذِّنُ، فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ ههُنَا وَههُنَا بِالأَذانِ
আবূ জুহায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ জুহায়ফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বিলাল (রাঃ)-কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তাঁর (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক (ডানে-বামে) ফিরাই। (বুখারী পর্ব ১০ : /১৯ হাঃ ৬৩৪, মুসলিম ৪/৪৭ হাঃ ৫০৩)