৪/৪৭.
সলাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান : ২৭৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৭৯
حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উটনীকে সামনে রেখে সলাত আদায় করতেন। (বুখারী পর্ব ৮ : /৯৮ হাঃ ৫০৭, মুসলিম ৪/৪৭, হাঃ ৫০২)