৪/৩৬.
‘ইশার সলাতে উচ্চৈঃস্বরে কিরাআত।
আল লু'লু ওয়াল মারজান : ২৬৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬৫
حديث الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ في سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُون
আদী (ইব্ন সাবিত) (রাঃ) হতে বর্ণিতঃ
‘আদী (ইব্ন সাবিত) (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারাআ (রাঃ) হতে শুনেছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ‘ইশার সলাতের প্রথম দু‘ রাক‘আতের এক রাক‘আতে সূরাহহ وَالزَّيْتُونِ وَالتِّين পাঠ করেন। (বুখারী পর্ব ১০ : /১০০ হাঃ ৭৬৭, মুসলিম ৪/৩৫ হাঃ ৪৬৪)