৪/৩৫.
ফাজ্রের ও মাগরিবের সলাতে কিরাআত।
আল লু'লু ওয়াল মারজান : ২৬৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬৪
حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطورِ
জুবাইর ইব্নু মুত‘ইম (রাঃ) হতে বর্ণিতঃ
জুবাইর ইব্নু মুত‘ইম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতে সূরাহ আত-তূর পড়তে শুনেছি। (বুখারী পর্ব ১০ : /৯৯ হাঃ ৭৬৫, মুসলিম ৪/৩৫, হাঃ ৪৬৩৪)