৪/৩৫.
ফাজ্রের ও মাগরিবের সলাতে কিরাআত।
আল লু'লু ওয়াল মারজান : ২৬৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬৩
حديث أُمِّ الْفَضْلِ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ (وَالْمُرْسَلاَتِ عُرْفًا) فَقَالَتْ: يَا بُنَيَّ وَاللهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هذِهِ السُّورَةَ، إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মুল ফায্ল (রাঃ) তাঁকে وَالْمُرْسَلَاتِ عُرْفًا সুরাটি তিলাওয়াত করতে শুনে বললেন, বেটা! তুমি এ সূরাহ তিলাওয়াত করে আমাকে স্মরণ করিয়ে দিলে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতে এ সূরাহটি পড়তে শেষবারের মত শুনেছিলাম। (বুখারী পর্ব ১০ : /৯৮ হাঃ ৭৬৩, মুসলিম ৪/৩৫, হাঃ ৪৬২)