পরিচ্ছেদ ২২.
“হিল্লা” বিবাহ করা হারাম
বুলুগুল মারাম : ৯৯৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৯
وَفِي الْبَابِ: عَنْ عَلِيٍّ، أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ (1).
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
এ অনুচ্ছেদে অনুরূপ হাদীসই বর্ণিত হয়েছে। [১০৯৩]
[১০৯৩] নাসায়ী ৩৪১৬।