পরিচ্ছেদ ১১.
বিবাহে অভিভাবক থাকা শর্ত
বুলুগুল মারাম : ৯৮২
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৮২
وَعَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ» رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ وَصَحَّحَهُ ابْنُ الْمَدِينِيِّ وَالتِّرْمِذِيُّ وَابْنُ حِبَّانَ، وَأُعِلَّ بِالْإِرْسَالِ
আবু বুরদাহ ইবনু আবু মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিবাহ আলী ব্যতীত সিদ্ধ হবে না। -ইবনুল মাদীনী, তিরমিয়ী ও ইবনু হিব্বান সহীহ বলেছেন এবং মুরসাল হবার ক্রটি আরোপ করেছেন। [১০৭৫]
[১০৭৫] আবু দাউদ ২০৮৫, তিরমিয়ী ১১০১, ইবনু মজাহ ১৮৮১, আহমাদ ১৯০২৪, ১৯২৪৭।