পরিচ্ছেদ ০২.
প্রতিবেশীর শুফ্’আহর বিধান
বুলুগুল মারাম : ৯০১
বুলুগুল মারামহাদিস নম্বর ৯০১
وَعَنْ أَبِي رَافِعٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ» (1) أَخْرَجَهُ الْبُخَارِيُّ، وَفِيهِ قِصَّةٌ
আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঘরের প্রতিবেশী সর্বাপেক্ষা শুফ্’আহ্র হকদার । –এর মধ্যে একটি ঘটনা রয়েছে । [৯৬৬]
৯৬৬. বুখারী ২২৫৮, ৬৯৭৭, ৬৯৭৮, ৬৯৮০, ৬৯৮১, নাসায়ী ৪৭০২, আবূ দাউদ ৩৫১৬, ইবনু মাজাহ ২৪৯৫, আহমাদ ২৩৩৫৯, ২৬৬৩৯ ।বুখারীর বর্ণনায় রয়েছে, (আরবী) আমর ইবনু শারীদ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-এর কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখেন । এমতাবস্থায় নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত গোলাম আবূ রাফি’ (রাঃ) এসে বললেন, হে সা’দ! আপনার বাড়ীতে আমার যে দুটি ঘর আছে, তা আপনি আমার নিকট হতে খরিদ করে নিন । সা’দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি সে দু’টি খরিদ করব না । তখন মিসওয়ার (রাঃ) বললেন, আল্লহর কসম, আপনি এ দুটো অবশ্যই খরিদ করবেন । সা’দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম)-এর অধিক দিব না । আবূ রাফি’ (রাঃ) বললেন, এই ঘর দু’টির বিনিময়ে আমাকে পাঁচশ দীনার দেয়ার প্রস্তাব এসেছে । আমি যদি আল্লাহর রসূল (সাঃ)-কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি এ দু’টি ঘর আপনাকে চার হাজার (দিরিহাম)-এর বিনিময়ে কিছুতেই দিতাম না । আমাকে এ দু’টি ঘরের বিনিময়ে পাঁচশ’ দীনার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল । তারপর তিনি তা তাঁকে (সা’দকে) দিয়ে দিলেন ।