পরিচ্ছেদ ০২.
প্রতিবেশীর শুফ্’আহর বিধান
বুলুগুল মারাম : ৯০২
বুলুগুল মারামহাদিস নম্বর ৯০২
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «جَارُ الدَّارِ أَحَقُّ بِالدَّارِ» رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ، وَلَهُ عِلَّةٌ
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বাড়ির প্রতিবেশী বাড়ির বেশী হকদার । নাসায়ী (রা), ইবনু হিব্বান একে সহীহ বলেছেন । এর একটি দুর্বল দিক রয়েছেন । [৯৬৭]
[৯৬৭] আবূদাউদ ৩৫১৭, তিরমিযী ১৩৬৮, আহমাদ ১৯৫৮৪, ১৯৬২০, ১৯৬৭০ ।হাদিসটি সহিহ, তবে সানাদে পরিবর্তনের দোষারোপ করা হয়েছে – তাওযিহুল আহকাম ৫ম/১০ পৃঃ