পরিচ্ছেদ ৫২.
মৃত ব্যক্তিকে গালি দেয়া নিষেধ
বুলুগুল মারাম : ৫৯৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৯৭
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا تَسُبُّوا الْأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا» رَوَاهُ الْبُخَارِيُّ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : তোমরা মৃতদের গালি দিও না। কারণ, তারা স্বীয় কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে। [৬৩৩]
[৬৩৩] বুখারী ৬৫১৬, নাসায়ী ১৯২৬, আবূ দাঊদ ৪৮৯৯, আহমাদ ২৪৯৪২, দারেমী ২৫১১।