পরিচ্ছেদ ৫২.
মৃত ব্যক্তিকে গালি দেয়া নিষেধ
বুলুগুল মারাম : ৫৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৯৮
وَرَوَى التِّرْمِذِيُّ عَنِ المغِيرَةِ نَحْوَهُ، لَكِنْ قَالَ: «فَتُؤْذُوا الْأَحْيَاءَ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তিরমিযী মুগীরাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন, কিন্তু তাতে গালি না দেওয়ার স্থলে : “এতে তোমরা জীবিতদের কষ্ট দিবে” কথাটি উল্লেখ রয়েছে। [৬৩৪]
[৬৩৪] তিরমিযী ১৯৪২, ১৯৮২, আহমাদ ১৭৭৪৩।