পরিচ্ছেদ ২৪.
অনুস্থিত ব্যক্তির জানাযার বিধান ও তার পদ্ধতি
বুলুগুল মারাম : ৫৫৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৫৮
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَخَرَجَ بِهِمْ إلى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মৃত্যুর খবর দেন এবং জানাযার স্থানে গিয়ে লোকেদের কাতারবন্দী করে চার তাক্বীর আদায় করলেন। [৫৯৫]
[৫৯৫] বুখারী ১২১৮, ১২২৮, ১২২৩, ১২৪৫ মুসলিম ৯৫১, তিরমিযী ১০২২, নাসায়ী ১৮৭৯. ১৯৭২, ১৯৮০, আবূ দাঊদ ২২০৪, ইবনু মাজাহ ১৫৩৪, আহমাদ ৭১০৭,৭২৪১,৭৭২৮, মুওয়াত্তা মালেক ৫৩০।