পরিচ্ছেদ ২৩.
মৃত্যুর সংবাদ প্রচার নিষেধ
বুলুগুল মারাম : ৫৫৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৫৭
وَعَنْ حُذَيْفَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَنْهَى عَنِ النَّعْيِ. رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ
হুযায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু সংবাদ প্রচারে নিষেধ করতেন। - আহমাদ, তিরমিযী, তিরমিযী একে হাসান বলেছেন। [৫৯৪]
[৫৯৪] তিরমিযী ৯৮৬, ইবনু মাজাহ ১৪৭৭, আহমাদ ২২৯৪৫